ডেস্ক: আজ ১৫ রাজবন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইনের প্রশাসন।
আজ শুক্রবার তাদের মুক্তি দেয়ার কথা রয়েছে।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছে, মুক্তি পাওয়াদের সংখ্যা আরও বেশি হতে পারে।
দেশটির গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) গেল ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে বিশাল জয় অর্জন করে। এনএলডি সরকার গঠনের কয়েকদিন আগে বিদায়ী সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হল।
রাজবন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে থেইন সেইনের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রও আহ্বান জানিয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান