বাংলার খবর২৪.কম, রংপুর : প্রেসিডিয়াম পদ ও জেলা ও মহানগর কমিটি পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় দখল করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সমর্থক নেতাকর্মীরা।
এ সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন বক্তারা। শতাধিক মোটরসাইকেল ও জিপ নিয়ে নগরীতে শোডাউন করে পার্টি অফিসে গিয়ে এই প্রতিবাদ সমাবেশ করে তারা। একই দাবিতে শুক্রবার বিকেল ৩টায় পার্টি অফিসে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার রাতে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশাল শোডাউন পার্টি অফিসে আসে। এতে জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্রসমাজ, মহিলা পার্টি, শ্রমিক পার্টি, ওলামা পার্টির রাঙ্গা সমর্থকরা নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউন শেষে পার্টির কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন যুব সংহতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সেক্রেটারি হাসানুজ্জামান নাজিম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সি্দ্দিকী, মহিলা পার্টির সভাপতি রাজিয়া সুলতানা কল্পনা, সদর উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী মেজবাউল ইসলাম মিলন, গঙ্গাচড়া জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, ওলামা পার্টির সভাপতি হাবিবুর রহমান, যুব সংহতির মহানগর সেক্রেটারী ইউসুফ আহম্মেদ, মহানগর ছাত্রসমাজের সভাপতি সাইফুল ইসলাম রিপন, জেলা সভাপতি নাজুমল হুদা লাবলু, সেক্রেটারি আশরাফুল হক জবা, রংপুর সরকারি কলেজ ছাত্রসমাজ আহ্বায়ক সুমন সরোয়ার, সদস্য সচিব আর আমিন পাপ্পু প্রমুখ।
এ সময় সদ্য বিলুপ্ত জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক বলেন, “রাঙ্গাকে ছাড়া রংপুর জাতীয় পার্টি চলতে পারবে না। তার বিকল্প কোনো নেতা নেই। তাকে ছাড়া এখানে জাতীয় পার্টি অচল।”
এ সময় পূর্বের কমিটি পূর্ণবহাল করা না হলে পার্টি থেকে গণপদত্যাগের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “অবিলম্বে অব্যাহতি প্রত্যাহার করে নিন। এছাড়াও রংপুর জেলা ও মহানগর কমিটিকে পুনর্বহাল করতে হবে।” এসময় তিনি দাবি আদায়ে শুক্রবার বিকেলে পার্টি অফিসে মহাসমাবেশের ঘোষণা দেন।
সভায় বক্তারা বলেন, এরশাদ ঢাকায় বসে অন্যের প্রচারণায় ভুল সিদ্ধান্ত নিয়ে মামা ভাগ্নের সম্পর্কে ফাটল ধরাতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার অব্যাহতিপত্র প্রত্যাহার করা না হলে জাতীয় পার্টির মাঠ পর্যায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।
এসময় পার্টি কার্যালয়ের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল।
একই দাবিতে গঙ্গাচড়াতেও জাতীয় পার্টির রাঙ্গা অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান