ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চাকুমারা ব্রীজের কাছে যাত্রীবাহী বাস উল্টে লিয়াকত আলী (৪৫) নামে এক পান ব্যবসায়ী নিহত ও মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এরমধ্যে হরিণাকুন্ডুর কেষ্টপুর গ্রামের রবিউল, কামাল হোসেন, পাপিয়া খাতুন, নাছির উদ্দীন, সরজিত কুমার, মোহর আলী ও সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের চাকুমারা ব্রীজের কাছে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস (নাটোর-জ-০০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে লিয়াকত আলী নিহত ও ১০ ব্যক্তি আহত হন। পুলিশ ও ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। বাসযাত্রী মোহর আলী বাসটি চাকুমারা ব্রীজের সাথে ধাক্কা খেয়ে খাদে উল্টে যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান