ডেস্ক: তৃতীয় দিনের মতো তিউনিসিয়ায় চাকরির দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে।
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।
দেশটিতে বেকার সমস্য বেড়ে যাবার কারণে জনগণ বিক্ষোভ সমাবেশ ডাকে মঙ্গলবার, আর ওই বিক্ষোভই দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভের দ্বিতীয় দিনে কাজারেইন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহতও হন।
বিভিন্ন খবরে জানা গেছে, বৃহস্পতিবার একটি এলাকায় একটি পুলিশ স্টেশন ও বিভিন্ন সরকারি ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
এমন পরিস্থিতির প্রেক্ষাপটে শনিবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ।
মি: এসিদ এটাও বলেছেন যে, বেকারত্ব তিউনিসিয়ার মূল সমস্যা কিন্তু তাঁর হাতে কোন যাদুর কাঠি নেই যার দ্বারা তিনি এ সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন।
সূত্র: বিবিসি