ডেস্ক: তুষারঝড় আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় শহরগুলোর বাসিন্দারা
কারণ এ ঝড় একবার শুরু হলে বাতাসের সঙ্গে তুষার মিশে কাঁপুনি ধরিয়ে দেবে লাখ লাখ মানুষের।
স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টাসের্র খবরে বলা হয়, পূর্ব উপকূলীয় শহরগুলোতে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। এ ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের শহরগুলোর ভেতর-বাইরে বিমানের হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয় সময় বৃহস্পতিবার মুদি দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।
ঝড়ের আতঙ্কে এরই মধ্যে কিছু শহরে সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তীব্র ঝড় হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর নিউইয়র্ক সিটিতে শনিবার সকালে তীব্র তুষারঝড় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান