ডেস্ক: ভারতীয় পাসপোর্ট জালিয়াতির ঘটনায় চার বাংলাদেশিকে আটক করেছে ভারতের উড়িষ্যা রাজ্যের পুলিশ। বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
কয়েকদিন আগেই পাসপোর্ট পেতে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের পাসপোর্ট অফিসে ভুয়া নথি দেওয়ার অভিযোগ ওঠে মুহম্মদ বাসির নামে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। এরপরই পাসপোর্ট অফিসের তরফে পুলিশকে জালিয়াতির বিষয়টি জানানো হলে বুধবারই মুহম্মদ বাসিরকে আটক করে পুলিশ। এরপর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় এই জালিয়াতিতে আরও চার জনের জড়িত থাকার খোঁজ পাওয়া যায়। যারা তাঁকে ভারতীয় পাসপোট পেতে ভুয়া নথি সরবরাহ করেছিল। এরপরই অভিযানে নেমে ওই চারজনকে রাজস্থানের জয়পুর থেকে আটক করে রাজ্যটির পুলিশ। এদিন বিকেলেই তাদের ভুবনেশ্বরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
উড়িষ্যার ডেপুটি পুলিশ কমিশনার সত্যব্রত ভোই জানান, আটক বাংলাদেশিরা কোথা থেকে ভুয়া নথি পেল তা জানার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান