সিলেট: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিপার সিলেট যাবেন। তার এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্সাহ এবং সাধারণের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।
পাহাড়, ঝরনা, নদী, হাওর, চা-বাগান বেষ্টিত সিলেটের চারদিকে উত্সবের আমেজ। শীতের আড়ষ্টতা ভেঙে দলীয় নেতা-কর্মীরা উষ্ণতা ছড়াচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের অনেকগুলো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অনেকগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন এর সঙ্গে সিলেটের উন্নয়নে নতুন কোনো ঘোষণা আসবে কি না সেই প্রত্যাশায় সাধারণ মানুষ।
এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সিলেট বিভাগ জুড়ে সরকারি, বেসরকারি ও দলীয় নানা আয়োজন সম্পন্ন হয়েছে। নগরী তোরণে তোরণে ঢাকা পড়ছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সিলেট ওসমানী বিমানবন্দর হতে আম্বরখানা হয়ে মাদ্রাসা মাঠ ঘুরে ভিআইপি সার্কিট হাউস পর্যন্ত এবং সিলেট-তামাবিল সড়কের হজরত শাহপরাণ (র.)-এর মাজার পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে।
আলীয়া মাদ্রাসা মাঠ ও তার আশপাশ এলাকায় নানা রঙের পতাকা, ঐতিহাসিক ক্বীন ব্রিজ সংলগ্ন ভিআইপি সার্কিট হাউসকে ফুলে ফুলে সাজানো হয়েছে।
রাস্তাঘাট ঝকঝকে, তকতকে। বৃষ্টি মুছে দিয়েছে সব ধুলাবালি। সিলেট নগরীতে উৎসবের আমেজ বইছে। স্থানে স্থানে শোভা পাচ্ছে বিশাল বিশাল বিলবোর্ড, পোস্টার। এসবে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে সিলেট প্রস্তুত।
প্রধানমন্ত্রী সিলেট জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ছাড়াও ২২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন ও উদ্বোধন এবং একটি কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
সকাল ১১টায় তিনি সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান