রাজশাহী : র্যাব মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তিন মাস আগে মাথা চাড়া দেয়। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে তাদের কার্যক্রমে স্থবিরতা এসেছে। নিষিদ্ধ এই সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা হয় গ্রেফতার হয়েছেন, না হয় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’
রাজশাহী জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজশাহীর বাগমারায় আহমেদিয়া মসজিদে হামলা প্রসঙ্গে র্যাব প্রধান বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সব বাহিনী একসঙ্গে কাজ করছে।’
বেনজির বলেন, ‘ওই যুবক নিশ্চয়ই কারও সন্তান, কারও ভাই কিংবা কোনো স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করেছে। তাও যদি না করে থাকে তাহলে রাখালের কাজ হলেও করেছে। তাই তার পরিচয় জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করুন। তার পরিচয় মিললে ওই ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।’
রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলমসহ প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান