ডেস্ক: আইএসের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন ভারতের কেন্দ্রীয় সরকার। এজন্য দেশের বারো রাজ্যের গোয়েন্দা অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
আইএস জঙ্গিদের কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যকে সর্তক থাকতে বলল।
এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেশের ১২টি রাজ্যের গোয়েন্দা অফিসারদের সংগে বৈঠক করেছেন সরকারি সূত্রের খবর।
পশ্চিমবঙ্গ থেকে এই বৈঠকে হাজির ছিলেন রাজ্য গোয়েন্দা বিভাগের দুই কর্তা অজয় নন্দা এবং রাজীব কুমার।
আইএসআইএসের বিশেষ শাখা দায়েশ সব থেকে বেশী সক্রিয় এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয় কিছু বিপথগামী যুবা আইএসে যোগ দিতে সিরিয়া চলে যাচ্ছে বলে সংশ্লিষ্ট বৈঠকে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারকে আরো গোপন নজরদারির প্রয়োজনের কথা বলা হয়েছে। কারণ এই তিনটি রাজ্যে রয়েছে আন্তর্জাতিক সীমান্ত।
বৈঠকে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেশের ১২টি রাজ্যের গোয়েন্দা কর্তাদের বলেছেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলিতে দায়েশ কিংবা অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলি অত্যন্ত আগ্রাসীভাবে প্রভাব বাড়িয়ে চলেছে এবং নিজেদের ঘাঁটিও তৈরি করে ফেলেছে। সুতরাং ভারতের অন্দরে এই মুহূর্তে আইএস প্রভাব কম হলেও সন্তুষ্ট হওয়ার কোনো প্রশ্নই নেই।
সূত্র: ভোয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান