ডেস্ক: নিউ ইয়র্কের ব্রোঙ্কসে একদল যুবকের হাতে প্রহৃত হয়েছেন বাংলাদেশি মুজিবুর রহমান (৪৩)। তারা তাকে প্রহার করতে করতে মাটিতে ফেলে দেয়। লাথি মারে। এ অবস্থা পাশে দাঁড়িয়ে দেখছিল তার ৯ বছর বয়সী ভাতিজি।
গত শুক্রবার এ ঘটনা ঘটেছে।
এ খবর দিয়েছে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, হামলাকারীরা তাকে ‘আইসিস, আইসিস’ বলে সেøাগান দিয়ে এ হামলা চালায়। কেন এ ঘটনা ঘটলো তা তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ।
তারা মনে করছে, এটা একটি হেট ক্রাইম। হামলার পর মুজিবুর রহমানকে একটি এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জ্যাকবি মেডিকেল সেন্টারে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরে শনিবার রাতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশ বলেছে, আহত মুজিবুরের ভাতিজি শারীরিকভাবে অক্ষত রয়েছে। তবে তার মধ্যে মারাত্মক মানসিক আঘাত বিরাজ করছে।
মুজিবুর রহমান বলেছেন, তার ভাতিজি তার পর থেকে ঘুমাতে পারছে না। আর স্কুলে যেতে চাইছে না। রোববার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হেট ক্রাইমস টাস্কফোর্স তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্রোঙ্কস বরোর প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ এমন হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, এমন হামলা বরোতে বসবাসকারী মানুষের মূল্যবোধের স্বরূপ তুলে ধরে না। কারো ওপর বর্ণ, ধর্ম, লিঙ্গের ভিত্তিতে হামলা হলো আমাদের সবার ওপর হামলা।
নিউ ইয়র্কের দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) এ হামলা তদন্তের জন্য এফবি আইকে দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান অবমাননার এটি একটি হামলা। ওই সংগঠনের নিউ ইয়র্ক শাখার পরিচালক সাদিয়া খালিক বলেছেন, আমেরিকার মুসলিমদের ওপর হামলা সহ্য করা হবে না- হামলাকারীদের কাছে এমন পরিষ্কার বার্তা পৌঁছানোর জন্য এ ঘটনায় এফবি আইয়ের উৎস ব্যবহার করে তদন্ত করা উচিত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান