বাংলার খবর২৪.কম,সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় দেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আজিজ ওরফে কাশিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সিংয়েরগাও গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৭জুন বিকালে দাম্পত্য কলহের জের ধরে স্বামী আব্দুল আজিজ তাঁর স্ত্রী ছবুতারা বেগমকে (২৫) গলাটিপে ও তলপেটে লাথি মেরে অজ্ঞান করে পালিয়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী ছবুতারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় রাতেই জগন্নাথপুর থানায় একটি মামলা করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।