ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন,আশ্রয় নেয়া শরণার্থী নারীদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারতে হবে । তা না হলে
তাদেরকে ব্রিটেন থেকে বহিষ্কার করা হতে পারে । এমননি ইঙ্গিত দিয়েছেন তিনি।
ব্রিটেনে বসবাসকারী প্রায় এক লাখ ৯০ হাজার নারী খুব সামান্যই ইংরেজি বলেন। তাদের মধ্যে অনেকেই সেটুকুও পারেন না। ব্রিটিশ সরকার মনে করে, যেসব মা-বাবা ইংরেজিতে কথা বলতে পারেন না তারা সন্তানদের মধ্যে চরমপন্থার উত্থান ঠেকাতে পারেন না।
ডেভিড ক্যামেরন বলেছেন, নারী শরণার্থীদের অবশ্যই তাদের ইংরেজি জ্ঞানের পরিচয় দিতে হবে। সামাজিকীকরণের মাধ্যমে চরমপন্থার উত্থান মোকাবেলায় ক্যামেরন সরকার শরণার্থীদের ভাষা শিক্ষার জন্য অতিরিক্ত অর্থ ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রিটেনে থেকে যেতে পারেন এমন দশ হাজার নারীকে ইংরেজি শেখাতে ২০ মিলিয়ন পাউন্ড ছাড় করছে ব্রিটিশ সরকার।
সূত্র: দ্য হিন্দু