বাংলার খবর২৪.কম: পত্রিকা অফিসে হামলার ঘটনার জের ধরে হবিগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে পুলিশের এএসপিসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের শায়েস্তানগর এলাকায় শায়েস্তানগর ও শহরতলির বহুলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত এএসপি মোজাম্মেল হক (৫০), হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেওয়ান নুরুল ইসলাম (৪৫), উপ-পরিদর্শক (এসআই) কুসুম দাশসহ ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বাকি আহতদের মধ্যে খালেদ (৬০), জাহাঙ্গীর (২০), খালেক (১৫), মাহফুজ (২০), অনাথ (৩৬), হোসেন (৪০), শাহিন (৪০) ও পারভেজ (২২), হান্নান (৪০), জুনায়েদ (১৬), নাসির (২৫), রবিউল (২৫), জালাল (৪২), জীবন (১৪), একরাম (১৮) ও সোহেলসহ (৩০) অন্তত ৪০ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সংবাদ সংক্রান্ত ঘটনার জের ধরে বুধবার রাতে শহরের শায়েস্তানগর এলাকার কয়েক ব্যক্তি স্থানীয় দৈনিক লোকালয় বার্তা অফিসে এসে হামলা চালায়। এতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল হক সোহেল (৩৮) আহত হন। হামলাকারীরা এ সময় পত্রিকা অফিসের দুটি কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে সাংবাদিক সোহেলের পক্ষ নিয়ে শহরতলির বহুলা গ্রামবাসী ও হামলাকারীদের পক্ষ নিয়ে শহরের শায়েস্তানগর এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের লোকজন লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় হবিগঞ্জ সদর থানা পুলিশ ১৯২ রাউন্ড রাবার বুলেট ও ২৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিরোনাম :
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এএসপিসহ আহত ৮০
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ