বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে ব্যবসায়ীর সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল কালামকে আটকের পর অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় হাতেনাতে আটকের পর আওয়ামী লীগ নেতাদের তদবিরে গভীর রাতে থানা থেকে তাকে ছেড়ে দেয়া হয়।
সারিয়াকান্দি থানার এস আই মশিউর রহমান রোববার রাতে জানান, ছিনতাইকালে আওয়ামী লীগ নেতাকে জনগণ আটক করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
এদিকে, সোমবার সন্ধ্যায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) সরফরাজ আহম্মেদ ঘটনাটি প্রথমে স্বীকার করলেও পরে জানান, ওই স্থানে ছিনতাইয়ের কোন ঘটনাই ঘটেনি। একটি ভুলবোঝাবুঝির ঘটনা ঘটেছিলো। রাতেই বিষয়টি মিমাংসা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটকের পর ছাড়া পাওয়া আবুল কালাম উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। জামাল উদ্দিন নামের এক চাতাল ব্যবসায়ী বিকেল সাড়ে ৫টার দিকে সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখা থেকে সাড়ে ৫ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে আবুল কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ব্যবসায়ী জামালের ওপর হামলা করে তার কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয়। এসময় জামাল উদ্দিনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ছিনতাই হওয়া টাকাসহ আবুল কালামকে ধরে ফেলে। পরে পুলিশ এসে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতারা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এ বিষয়ে ঘটনার শিকার ব্যবসায়ী জামাল কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি থানাতেও কোন অভিযোগ করেননি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন জানান, এটি পারিবারিক একটি বিরোধের ঘটনা। ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বিষয়টি উভয় পক্ষ থানায় বসে মিমাংসা করেছে বলে আমি শুনেছি।