ঢাকা: বেতন কাঠামোয় 'অসঙ্গতি' নিরসনের দাবিতে কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদের আলোচনার জন্য আজ বিকালে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড-সমস্যা নিরসনের দাবিতে গত কয়েক মাস থেকে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলোচনার উদ্যোগের না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান