সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলা নিজের ঘরে পাওয়া গেছে এক নারীর ক্ষতবিক্ষত লাশ। তার স্বামীসহ দুই মেয়ের খবরও মিলছে না। বেলকুচি উপজেলা শহরের মুকুন্দগাতি বাজার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রোববার রাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়ে বলে পুলিশ জানিয়েছে।
রশিদ মাস্টারের (৮৪) তিন কক্ষের টিনশেড ঘরের একটি এক সপ্তা আগে ভাড়া নিয়েছিল দুই শিশুকন্যাসহ ওই দম্পতি। তাদের নাম-ঠিকানাও জানাতে পারেননি বাড়িওয়ালা।
বেলকুচি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, “সারাদিন ওই ঘরের খোলা দরজায় পর্দা ঝুলতে দেখেছেন রশিদ মাস্টার ও তার স্ত্রী। কিন্তু সন্ধ্যার দিকে তারা খেয়াল করেন সারাদিনে তারা ওই ঘরের কারও সাড়া পাননি।”
রশিদ মাস্টার পুলিশকে বলেছেন, সন্দেহ হওয়ার পর ঘরে উঁকি দিয়ে ক্ষতবিক্ষত ওই নারীর লাশ দেখে তিনি থানায় খবর দেন।
এসআই বলেন, নিহতের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।
তখন থেকে ওই ব্যক্তি ও তার মেয়েদের পাওয়া যাচ্ছে না। স্থানীয় কেউই ওই দম্পতির নাম-পরিচয় জানাতে পারেনি।
বাড়িওয়ালা বলেছেন, গত ১১ জানুয়ারি ওই ঘরটি ভাড়া নেয় ওই দম্পতি। তাদের পাঁচ-ছয় বছর বয়সী দুই শিশুর নাম লাম ও মিম।
নিহত নারীর ঘরে কাগজপত্রের মধ্যে একটি চিরকুটে ‘পপি’ নামটা পাওয়া গেছে বলে জানিয়েছেন এসআই আমিরুল। তবে এটি ওই নারীর নাম কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান