বাংলার খবর২৪.কম: চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার পাওয়া চিত্রশিল্পী শাহাবুদ্দিনের ৬৫তম জন্মদিন বৃহস্পতিবার। তিনি ১৯৫০ সালে এই দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত মেঘনা নদীর পারে আলগী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাতা মরহুমা সাফিউন্নেছা আহম্মেদ এবং পিতা মরহুম মুক্তিযোদ্ধা তায়েবউদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান।
শিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ঢাকা শহর এবং দেশের অন্যান্য স্থানে সম্মুখ এবং গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এই দুই অনুষঙ্গই তার চিত্রকার্যের প্রধান উপাদান। তার সঙ্গে ইউরোপীয় চিত্রকলার ঐতিহ্যের মিশ্রণ তার চিত্রকর্মকে করে তুলেছে ভিন্নধর্মী। শিল্পের মিথক্রিয়ার সঙ্গে মুক্তিযোদ্ধাদের গতিশীল, পেশিবহুল সাহস ও শক্তিমাত্রা মিলিয়ে অতিমানবীয় পুরুষের ছবির অনুরণন তার ক্যানভাসে। এ ছাড়া দেশে-বিদেশে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে এই উপমহাদেশের বিশেষ ব্যক্তিত্ব 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথে ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মওলানা ভাসানী, জাহানারা ইমাম এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা তার চিত্রকর্মে স্থান পেয়েছে। তিনি দেশে-বিদেশে অগনিত একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান