ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেয়া ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান করতে সক্ষম হয় সফরকারীরা। ৪২ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
শেষ ওভারে সাব্বিরের শেষ বলে ক্রেমার আউট হলে আট উইকেট হারিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
রোববার খুলনায় প্রথমে ব্যাট করে বাংলাদেশের করা ১৬৭ রানের জবাবে ঝড়া সূচনা করেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ও ভুসি সিবান্দা।
তারা দুজন চার ছয়ের মারে ভাল জবাব দিচ্ছিলেন টাইগার ইনিংসের। তবে সপ্তম ওভারে মাশরাফির আঘাতে ভেঙে যায় এই জুটি। সিবান্দা ফিরে যান ২১ রানে।
এরপর টাইগারদের আক্রমণে নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। বিপর্যয়ের ভেতর আট উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে দল।
এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান করে টাইগাররা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান