ডেস্ক: ভারতের দিল্লিতে একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই বাংলাদেশি নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটি ভুয়া ভারতীয় পাসপোর্ট ও ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইসলামিক স্টেটের (আইএস) জন্য জঙ্গি সরবরাহ করত বলে দাবি করেছে দেশটির পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, পাচারকারী চক্রটি বাংলাদেশি ও রোহিঙ্গাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ে গিয়ে সিরিয়া ও ইরাকে আইএসের হয়ে যুদ্ধ করতে বাধ্য করত।
আটককৃত দুই বাংলাদেশির নাম শওকত আলি ও সুলেমান। একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় পাঁচশ মানুষকে পাচার করেছে চক্রটি। অপর এক পুলিশ কর্মকর্তা সুন্দরি নন্দা জানিয়েছেন, গত দুই বছর থেকে এরা মানুষ পাচার করে আসছে। প্রতি মাসে ২০ থেকে ২৫ জন মানুষকে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ে যেতো। এদের প্রত্যেক জনের জন্য দুই লাখ টাকা পেতো আন্তর্জাতিক এই চক্রটি।
তিনি আরো জানান, এর অপর সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ধারণা আরো এমন ২৫ জন পাচারকারী পলাতক রয়েছেন। আর অপর সদস্যরা কলকাতা, হায়দ্রাবাদ ও বাংলাদেশে সক্রিয় রয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জঙ্গি সরবরাহের অভিযোগে কলকাতাতেও একজন গ্রেফতার হয়েছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস