কুষ্টিয়া: কুষ্টিয়ায় পিকনিকের বাস চায়ের দোকানে ঢুকে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি পিকনিকের বাসের চাকা ব্লাস্ট হয়ে গেলে বাসটি বারখাদা-ত্রিমোহনী রাস্তার পাশে চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে ত্রিমোহনী এলাকার আব্দুল খালেকের ছেলে জয়নাল (৩০), মকবুলের ছেলে চা দোকানি সাইদুল (৫০), বাসের যাত্রী আরাফাত, আব্দুল কাদের, রাজিয়া ও আনোয়ারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, ‘বগুড়া সদর উপজেলার বাগোরপাড়া এলাকা থেকে একটি বাসযোগে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ী পিকনিক শেষ করে ফেরার পথে বাসের চাকা ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।’