সাতক্ষীরা: রামপালে বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে ‘সুন্দরবন ধ্বংস হতে তিন মাসই যথেষ্ট’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ।
শুক্রবার সাতক্ষীরায় এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আনু মোহাম্মদ বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সুন্দরবন ধ্বংস হবে। বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ সুন্দরবন ধ্বংস হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব মানুষের মৃত্যু পরোয়ানা জারি করা হবে।
যেকোনো ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে হলে ‘এনভায়রেনমেন্ট অ্যাসেসমেন্ট’ করতে হয়। কিন্তু রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তা করা হয়নি বলে অভিযোগ করেন আনু মোহাম্মদ।
এ প্রকল্প বাস্তবায়নে শুরু থেকে অনিয়ম করা হয়েছে দাবি করে তিনি বলেন, রামপালের জমি অধিগ্রহণে কিছু ধনী প্রভাবশালী লাভবান হয়েছে, কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা জমি দিতে চায়নি তাদের ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয়েছে।
“রামপালে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে সুন্দরবন ধ্বংস করতে তিন মাসই যথেষ্ট।” যদি কোনো দুর্ঘটনা নাও ঘটে তারপরও সুন্দরবন ধ্বংস হবে।
তিনি বলেন, সরকার বারবার বলছে বাতাস বনের দিকে যাবে না, কিন্তু এটি মিথ্যাচার। কোম্পানির সাথে যুক্ত লোকজন ছাড়া দেশের বেশিরভাগ মানুষ এর পক্ষে নয়।
আনু মোহাম্মদ বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের ভারতের অংশও ধ্বংস হবে বলে ভারতের সচেতন মানুষরাও এ প্রকল্পের ব্যাপারে উদ্বিগ্ন।
তাই দুই দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই প্রকল্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা জেলা পুরাতন আইনজীবী ভবন মিলনায়তনে বিকাল ৫টায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সাতক্ষীরা শাখা সুধী সমাবেশের আয়োজন করে। আনু মোহাম্মদ ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য আজিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু ও জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম।
সাতক্ষীরা শাখার আহবায়ক আজাদ হোসেন বেলাল সমাবেশে সভাপতিত্ব করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান