দেহব্যবসায় অনুমতি দিল ব্রিটেন। এর ফলে কোন গ্রেফতারের ভয়, আতংক ছাড়াই এবার থেকে দেহ ব্যবসা চালিয়ে যেতে পারবেন মহিলারা। এমনকি সেখানে যাওয়া খদ্দেরদেরও পুলিশি হয়রানির মুখে পড়তে হবে না।
ব্রিটেনে দেহ ব্যবসা অনেকটাই ঝুঁকির। বিশেষ করে মহিলাদের জন্য তো বটেই। যেমন অনেকাংশেই খদ্দেরের হাতে প্রাণ সংশয় পর্যন্ত ঘটতে পারে মহিলাদের। তবে এখন তারা একটি নির্দিষ্ট গণ্ডিতে থাকার কারণে তেমনটা হওয়ার আশঙ্কা কম।
ওয়েস্ট ইয়র্কশায়ারে লিডস এলাকায় তাই ব্রিটেন আনুষ্ঠানিকভাবে রেড লাইট ডিস্ট্রিক্ট চালু করেছে। তবে সেখানে যৌনকর্মীরা রাত ৭টা থেকে সকাল ৭টার মধ্যে নির্দিষ্ট কিছু নিয়মের অধীনে তাদের কাজ চালিয়ে যেতে পারে।
তবে সরকারের এমন সিদ্ধান্তে স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এবার থেকে এই এলাকায় অনেক ধরণের লোক যাতায়াত করবে, ফলে শান্তি এবং নিরাপত্তা দুটোই বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান