ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।
পাঠানকোট হামলার পর আলোচনা প্রক্রিয়াটি পিছিয়ে যায়।
ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক সংগঠন জোশ-ই-মোহাম্মদ ওই হামলা চালিয়েছে, যাতে সাতজন ভারতীয় সেনা আর ছয় জঙ্গি নিহত হয়।
এ ঘটনার জের ধরে বুধবার কয়েকজন জঙ্গি সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পাকিস্তান।
আজ ভারত জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার কোন বৈঠক হবে না। দুই দেশের আলোচনার পর বৈঠকের জন্য নতুন একটি তারিখ নির্ধারণ করা হবে।
তবে খুব তাড়াতাড়ি, ‘নতুন এই তারিখ’ নির্ধারিত হবে বলে তারা আভাস দিয়েছেন।
দীর্ঘদিন ধরে দুই দেশের শান্তি আলোচনায় অচলাবস্থা চলছে। গত ডিসেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে ইসলামাবাদ সফর করলে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান