ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি সামরিক আদালত চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।
আদালত এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় গাজার জেইতুন এলাকার ২৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় পলাতক আরো তিন ব্যক্তির বিরুদ্ধে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়।
গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকজন নেতাকে হত্যার জন্য তাদের ওপর নজরদারি ও নেতাদের সম্পর্কে ইসরাইলের কাছে তথ্য পাচার করেছিল সাজাপ্রাপ্তরা। এ বিষয়ে চার গুপ্তরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। ফিলিস্তিনের আইন অনুযায়ী, শত্রুকে সহযোগিতা করা, মাদক পাচার ও কাউকে হত্যা করলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান