লক্ষ্মীপুর: ২০১১ সালের আগের সব কয়টি মামলা দ্রুত নিষ্পত্তির আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা জজ আদালত আয়োজিত ১ম ত্রৈমাসিক জুডিসিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিচারকদের প্রতি তিনি এ আহবান জানান। এসময় ৩০ লাখ মামলা ঝটের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এতো মামলার বোঝা নিয়ে বিচার বিভাগ চলতে পারেনা।
লক্ষ্মীপুর সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে বলেন, আদালত অপরাধীদের ঢালাওভাবে জামিন দিচ্ছেন কথাটি সঠিক নয়। আদালত জামিন দেয় পুলিশ রিপোর্টের ওপর ভিত্তি করে। পুলিশের ত্রুটিপূর্ণ রিপোর্টের কারণেই অনেক সময় অপরাধীরাও জামিন পেয়ে যান বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
লক্ষ্মীপুর আইনজীবি সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মানকে কেন্দ্র করে আইনজীবিদের আদালত বর্জনের বিষয়টি অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন এটা আইনজীবি ও বিচারকদের জন্য কাম্য নয়। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হন। বাধাগ্রস্থ হয় বিচার বিভাগের কার্যক্রম। এসময় তিনি সরকারি ভূমিতে নির্মাণাধীন সমিতির নতুন ভবন নির্মাণের কাজ বন্ধ করে তা অপসারণ করতে আইনজীবিদের প্রতি আহবান জানান। একই সময়ে নতুন কোন স্থানে আইনজীবিদের ভবন নির্মাণ করে দেয়ার আশ্বাসও দেন।
জেলা ও দায়রা জজ মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবদুল বাসেত মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এইচ এম আব্দুর নুর ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের অতিরিক্ত রেজির্ষ্টার অরুনাভ চক্রবর্তী, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান