ঢাকা: জনগণ চাইলে বিএনপিও নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ফখরুল বলেন, মঙ্গলবার (১২ জানুয়ারি) সরকারের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে মিথ্যাচারের প্রতিফলন ঘটেছে।
এর জবাবে হানিফ বলেন, বিএনপির নীতি মিথ্যাচার করা, লুটপাট করা। তারেক জিয়া লুটপাট করা টাকা নিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে। সেখানে সে ওই টাকা দিয়ে গাড়ি-বাড়ি কিনেছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সন্ত্রাসীদের লালন করেছে। তারা পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছে। খালেদা জিয়ার ধ্যান-ধারণা সবকিছুই পাকিস্তানি।
সরকার বিএনপিকে অবৈধ ঘোষণা করবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, জনগণ চাইলে বিএনপিকে অবৈধ ঘোষণা করা হবে।
তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ নাকি অবৈধ। তিনি মনে হয় ভুলে গেছেন, জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বসে বিএনপি দলটি গঠন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ১৯৪৯ সালে কাউন্সিলে নির্বাচিত হওয়া দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে জাতি হতাশ হয়েছে, ফখরুলের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, জাতি হতাশ হয়নি, বরং বিএনপি হতাশ হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান