বগুড়া: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ইদানিং দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। মৌলবাদী এবং জঙ্গীবাদীরা এদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা সকলে মিলে মৌলবাদ, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ নির্মুল করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।
বুধবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বগুড়া উত্তরবঙ্গের উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। অথচ একজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণার পর ২০১৩ সালে মৌলবাদীরা এখানে তা-ব চালিয়েছিল। ইদানিং এখানে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। সকলে মিলেই মৌলবাদ, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। পুলিশ জনগণের পাশে আছে। আমরা জনগণের কল্যাণেই কাজ করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে কোনো আইএস নেই। এদেশে কোনো জঙ্গীবাদের স্থান হবে না।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি পতœী বেগম শামসুন্নাহার রহমান। অন্যান্যের মাঝে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা ও দায়রা জজ, সংসদ সদস্যবৃন্দ, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান