বাংলার খবর২৪.কম:সিরিয়ায় হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া। তারা জানিয়েছে দিয়েছে, সিরিয়ায় হামলা হলে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, জাতিসংঘের সমর্থন ছাড়া সিরিয়ায় হামলা এক ধরনের আগ্রাসন ছাড়া কিছু নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যখন আরব নেতাদের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে ঐক্য গঠনের চেষ্টা করছেন, তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া।
বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলার নির্দেশ দিয়েছেন। তা ছাড়া এ হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের পার্লামেন্ট হামলার অনুমোদন দিয়েছে।
এদিকে হঠাৎ সামরিক অভিযান চালিয়ে সিরিয়া ও ইরাকের বেশ বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক স্টেট। তাদের নিয়ন্ত্রণে নেওয়া অংশে তারা খিলাফত রাষ্ট্র ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাদের অভ্যন্তরীণ নিরপত্তার জন্য আইএসকে ঝুঁকি হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। ওবামা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি’- এমন কোনো গোষ্ঠীর অস্থিত থাকতে দেওয়া হবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান