পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধ’ মাদ্রাসাগুলো বৃহস্পতিবারের মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম ইসলামী আন্দোলনের

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধ করা’ দুইটি মাদরাসা আগামীকালের মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা ও হাফেজ মাসউদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দলটি। একইসঙ্গে এসব ঘটনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দায়ী করে মন্ত্রিসভা থেকে তার অপসারণও দাবি করা হয়।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদ আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন- আওয়ামী লীগ সরকারের গত টার্মেও ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনের ৬ জন হাফেজকে শহীদ হতে হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় মাদরাসা ছাত্রকে শহীদ করা হলো।

হাফেজ মাসউদকে কেন হত্যা করা হলো প্রশাসনের কাছে তা জানতে চেয়ে রেজাউল করীম বলেন, সরকারকে এর সকল দায়-দায়িত্ব বহন করতে হবে। মাদরাসা বন্ধ করে, ছাত্রদের শহীদ করে ইসলামের গণজাগরণ ঠেকানো যাবে না। সর্বত্র প্রতিবাদ ও প্রতিরোধের আগুন জ্বলে উঠলে সরকারের শেষ রক্ষা হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধ’ মাদ্রাসাগুলো বৃহস্পতিবারের মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম ইসলামী আন্দোলনের

আপডেট টাইম : ০১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্ধ করা’ দুইটি মাদরাসা আগামীকালের মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা ও হাফেজ মাসউদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দলটি। একইসঙ্গে এসব ঘটনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককে দায়ী করে মন্ত্রিসভা থেকে তার অপসারণও দাবি করা হয়।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব দাবি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদ আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেন- আওয়ামী লীগ সরকারের গত টার্মেও ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনের ৬ জন হাফেজকে শহীদ হতে হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় মাদরাসা ছাত্রকে শহীদ করা হলো।

হাফেজ মাসউদকে কেন হত্যা করা হলো প্রশাসনের কাছে তা জানতে চেয়ে রেজাউল করীম বলেন, সরকারকে এর সকল দায়-দায়িত্ব বহন করতে হবে। মাদরাসা বন্ধ করে, ছাত্রদের শহীদ করে ইসলামের গণজাগরণ ঠেকানো যাবে না। সর্বত্র প্রতিবাদ ও প্রতিরোধের আগুন জ্বলে উঠলে সরকারের শেষ রক্ষা হবে না।