বাংলার খবর২৪.কম,ডেস্ক : কলকাতায় এক নারীকে ধর্ষণ করার হুমকি দেওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন টালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য তাপস পাল। বুধবার ওই হুমকি সংক্রান্ত মামলার শুনানিতে এবার স্বয়ং বিচারপতিই পালকে সমালোচনা ও ভর্ৎসনা করলেন। বিচারপতি নিশীথা মাত্রের এ রকমই একের পর এক প্রশ্নে জর্জরিতও তার আইনজীবী কল্যাণ ব্যানার্জি।
বিচারপতি প্রশ্ন রাখেন, ই-মেলে কার্টুন পাঠানোয় পুলিশ গ্রেফতার করতে পারে, কিন্তু প্রকাশ্যে কুরুচিকর হুমকির ঘটনায় অভিযোগ পেয়েও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? তৃণমূল সাংসদ তাপস পালের। এ ব্যাপারে কলকাতার মমতা ব্যানার্জির সরকার ও রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি।
তার মন্তব্য, পুলিশের ভূমিকায় সাধারণ মানুষ মনে করছেন, তাপস পাল ক্ষমতাসীন দলের সাংসদ, তাই পুলিশ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তাপস পালকে পুলিশ আড়াল করছে। বিচারপতির এরকম একের পর এক মন্তব্য এবং প্রশ্নে এ দিন বারবারই বিড়ম্বনায় পড়তে হয়েছে বিশেষ সরকারি কৌঁসুলিকে। তাপস পালের হয়ে তার শুনানিতে অসন্তুষ্ট বিচারপতি এক সময় এমনও মনে করিয়ে দেন, তাপস নয়, কল্যাণবাবু প্রতিনিধিত্ব করছেন সরকারের। নিরপেক্ষতা বজায় রেখেই তাঁর শুনানি করা। তাপস পালের ওই হমকি শুধু নারীদের খাটোই করেনি নারীদের জীবনের নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে।
তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান