ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।
আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করার পর দেলাওয়ার হোসাইন সাঈদী রিভিউ করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার তানভির আল-আমিন। তিনি বলেন, ‘আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর খালাস চেয়ে আগামীকালের মধ্যে রিভিউ আবেদন করব। আগামীকাল প্রস্তুতি শেষ না হলে বৃহস্পতিবার আবেদন করব।’
এর আগে এ বিষয়ে সাঈদীর আইনজীবী এডভোকেট এস এম শাহজাহান বলেছিলেন, ‘আমরা রিভিউ করতে চাই না। রাষ্ট্রপক্ষ রিভিউ করলে এর পরেই আবেদন করা হবে।’
আজ মঙ্গলবার সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের মূল ৩০ পৃষ্ঠাসহ মোট ৬৫৩ পৃষ্ঠার নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পাঁচটি যুক্তিতে রিভিউ আবেদনে ইব্রাহিম কুট্টি ও বিশা বালি হত্যা এবং শেফালী ঘরানী ও মাখন সাহার দোকান লুটের অভিযোগ তুলে ধরা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান