ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।
স্থগিত তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শুকুর আলী মিয়া মঙ্গলবার সন্ধ্যায় তাকে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
বিএনপি প্রার্থী মির্জা ফয়সাল ১৮ হাজার ৬২৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা মোল্লা পেয়েছেন ১১ হাজার ৮০৫ ভোট।
গত ৩০ ডিসেম্বর সারাদেশে পৌর নির্বাচনের সময় অনিয়ম ও গোলযোগের কারণে ঠাকুরগাঁও পৌরসভার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় মেয়র পদের ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান