ডেস্ক: আরও ৩০ বছর চীনে সন্তান নেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। দেশটিতে বয়স্কদের সংখ্যা কর্মক্ষম মানুষদের তুলনায় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হলো।
গত বছরই এক সন্তান নীতি শিথিল করার ঘোষণা দিয়েছিল দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০১৬ সালের শুরু থেকেই সর্বোচ্চ দুইটি সন্তান নেয়ার সুযোগ পাবে চীনা দম্পতিরা। দেশটির বিশাল জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে বহু বছর থেকে এক সন্তান নীতি চালু রয়েছে।
২০৫০ সালে চীনের জনসংখ্যা ১৪৫ কোটি ছাড়িয়ে যাবে। কঠোরভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার ফল হিসেবে সেসময় প্রতি তিন জনের মধ্যে এক জনের বয়স ৬০ বছরের বেশি হবে। বয়স্ক ও নির্ভরশীলদের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা সূত্র: রয়টার্স
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান