বগুড়া : বগুড়ার সান্তাহারে আওয়ামীলীগ-শ্রমিক লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে আহত শ্রমিকলীগের আরেককর্মী, ব্যাটারি চালিত অটোরিকসা চালক (সোহাগ )২৬) মারা গেছে।
ঢাকায় নেয়ার পথে শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। সে নওগাঁ সদরের দোগাছী এলাকার আব্দুল খালেকের ছেলে। এর আগে সংঘর্ষের দিন সফিকুল ইসলাম নামে এক শ্রমিকলীগ কর্মী নিহত হয়।
জানাগেছে, সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরাজিত হওয়ার জের এবং ব্যাটারি চালিত অটোরিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে শুক্রবার দিনভর সান্তাহারে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সফিকুল ইসলাম নামে এক শ্রমিকলীগ কর্মী মারা যায়। সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকলীগের আরেক কর্মী ও ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সোহাগকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার সকালে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে ঢাকা নেয়ার পথে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সোহাগ শ্রমিকলীগের উপজেলা সাধারন সম্পাদক ও ব্যাটারি চালিত অটোরিকসা মালিক সমিতির সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমেনর গ্রুপের কর্মী।
এদিকে, সোহাগের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্রমিকলীগের নেতাকর্মী এবং ব্যাটারি চালিত অটোরিকসা চালক ও মালিকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। তারা নওগাঁ-বগুড়া মহাসড়ক ছাড়াও সান্তাহারের শহরের বিভিন্ন মোড়ে মোড়ে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছে। এতে গোটা শহরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সান্তাহার শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেখানে অঘোষিত হরতাল পালিত হচ্ছে।
অপরদিকে, শুক্রবারের সংঘর্ষের ঘটনায় আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সানোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাথমিক অবস্থায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।