ফারুক আহমেদ সুজন : সিলেট বিআরটিএ অফিসের রেকর্ড কিপার তছলিম মাহমুদের দায়িত্ব গ্রহণের পর থেকে রেকর্ড রুমের দুর্ণীতির মাত্রা বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা জানান,বিআরটিএ অফিসের অন্যান্য শাখার কর্মকর্তা কর্মচারীরা সাধ্যমত গ্রাহক সেবা প্রদান করলেও রেকর্ড কিপার তছলিম মাহমুদেও টেবিলের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিআরটিএ চেয়ারম্যান বরাবরে সিলেট মটর মালিক গ্রুপের জেনারেল ম্যানেজার মো:দেলওয়ার হোসের চৌধুরী বাচ্চুর করা অভিযোগ হতে জানা যায় প্রায় বছর খানেক আগে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা.হিমাংশু লাল রায় তার প্রাইভেটকারের মালিকানা পরিবর্তনের জন্য তৎকালিন সহকারী পরিচালক শহীদ উল্লা নিকট যান,শহীদ উল্ল্যা তাকে রেকর্ড কিপার তছলিম মাহমুদেও কাছে পাঠিয়ে দেন। ডা:হিমাংশু সিলেট বিআরটিএ সহকারী পরিচালকের পরামর্শে রেকর্ড কিপার তছলিম মাহমুদেও কাছে গিয়ে হয়রানির শিকার হন। পরবর্তীতে তৎকালিন সহকারী পরিচালক নিজে হস্তক্ষেপ করে ডা.হিমাংশু লাল রায়ের প্রাইভেট কারের মালিকানা পরিবর্তনের ফাইলটি জমা দেন। জমা দেয়ার একমাস পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেলিভারী দেয়ার কথা থাকলেও দীর্ঘ ছয় মাস পার হওয়ার পর তছলিম মাহমুদ জানান, তিনি ফাইল খুজে পাচ্ছেন না। পরবর্তীতে আবারো সহকারী পরিচালক শহীদ উল্লার হস্তক্ষেপে ডা.হিমাংশু রায় তার রেজিস্ট্রেশন ছাড়পত্র পান। অভিযোগে উল্লেখ করা হয়েছে আজ থেকে ৭/৮মাস আগে মৌলানা মো:ইয়াকুব আলী নামক একজন সম্মানীত ব্যক্তি তার প্রাইভেট কারের মালিকানা পরিবর্তন করতে গিয়ে বিআরটিএ অফিসের রেকর্ড কিপার তছলিম মাহমুদের ফাঁদে পড়েন। পরবর্তীতে তিনি বর্তমান সহকারী পরিচালক এনায়েত হোসেন মন্টু সাহেবের হস্তক্ষেপে তছলিম মাহমুদের ফাঁদ হতে মুক্ত হন। এমনকি অভিযোগকারী মো: দেলোয়ার হোসেন চৌধুরী বাচ্চু তার নিজ নামীয় মিনিবাস মৌলভীবাজার জ-০৪০০৭৪ রেকর্ড নথিভুক্ত করতে গিয়ে ২৭০০/= টাকা তছলিম মাহমুদকে উৎকোচ দিতে বাধ্য হন। নানা ধরণের ভোগান্তির শিকার হয়ে শেষ পর্যন্ত তৎকালীন মটর যান পরিদর্শক তানভীর আহমদের হস্তক্ষেপে তার গাড়ীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট পান। এছাড়াও দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের জাহাঁঙ্গীর আলম নয়ন মিয়া অভিযোগ করেছেন ২০১৫ সালের ১নভেম্বর একটি ড্রাইভিং লাইসেন্স করতে তছলিম মাহমুদের কাছে যান তছলিম মাহমুদ তার কাছে ৯০০০/=(নয় হাজার )টাকা দাবী করেন। শেষ পর্যন্ত ৮ হাজার টাকায় রফা করে তছলিম মাহমুদকে ৫ হাজার টাকা দেন। তছলিম ২/১১/২০১৫ তারিখে তাকে লার্নার লাইসেন্স দেয়ার কথা বলে আজও তা দেয়নি। অন্য দিকে মুল লাইসেন্স দেয়ার কথা ছিল ৩০নভেম্বর ২০১৫। এখন তছলিমের কাছে লাইসেন্সর কথা বললে সে উল্টো নানা অশ্লীল কথাবার্তা বলে। বিআরটিএ রেকর্ড রুম অত্যন্ত সংবেদনশীল একটি বিভাগ হওয়ার পর তছলিম মাহমুদের কারণে তা এখন দালালদের আখড়ায় পরিণত হয়েছে প্রায় সময় রেকর্ড রুমে তিন চারজন দালালকে ফাইল ঘাটাঘাটি করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তছলিম মাহমুদের বক্তব্য জানতে চেয়ে তার সেলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। পর্ব ২
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান