ঢাকা: আফগানিস্তানের হেরাতে ভারতীয় কনস্যুলেটের কাছে বিস্ফোরকভর্তি একটি প্রাইভেটকার পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
আজ শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাড়িতে থাকা বিস্ফোরকগুলো ‘অব্যবহৃত’ ও ‘পরিত্যক্ত’। এ কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই গাড়িতে বিস্ফোরক রেখে কেউ কনস্যুলেটে হামলার পরিকল্পনা করছিলো কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে, আটক ব্যক্তির বিষয়েও কিছু খোলাসা করা হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে দেশটির মাজার-ই-শরিফ শহরে ভারতের আরেক কনস্যুলেটে হামলার ক’দিন পর এ বিস্ফোরকভর্তি প্রাইভেটকার উদ্ধার করা হলো। মাজার-ই-শরিফের কনস্যুলেটে হামলা চালাতে গেলে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর সংঘর্ষ হয়। এতে তিন সন্ত্রাসী নিহত হয়।
নয়াদিল্লির একটি সূত্র জানায়, পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটি ও মাজার-ই-শরিফ কনস্যুলেটে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। তবে কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করা হচ্ছে না।
সূত্র: ইন্ডিয়া টাইমস, এনডি টিভি