ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আগে নির্বাচনে আসুন তারপর সংলাপ হবে।
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সুরঞ্জিত বলেন, ‘সংলাপ চান ভালো কথা কিন্তু সংলাপের জন্য আপনাকে ডেকেছিলাম আপনি আসেন নাই। আপনি মানুষ মেরেছেন, গরু মেরেছেন অথচ সংলাপে যাননি। আওয়ামী লীগ সংলাপের বিরোধী নয়। কিন্তু এখন এতদিন পর আবার কিসের সংলাপ। নির্বাচনের বাইরে থেকে কোনো সংলাপ নয়। নির্বাচনের জন্য যদি সংলাপ চান তবে নির্বাচনে আসুন তারপর সংলাপ হবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, বলরাম পোদ্দার, অরুন সরকার রানা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান