বাংলার খবর২৪.কম: বিরোধী দল জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল অবশেষে প্রকাশ্যে হাতাহাতি পর্যায়ে চলে গেছে। খোদ সংসদের মধ্যেই হুসেইন মুহাম্মদ এরশাদের সামনেই ঘটল মারমুখী এই ঘটনা!
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির সময় অধিবেশন কক্ষ ছেড়ে লবিতে যাওয়ার পথে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, মশিউর রহমান রাঙ্গা এবং তাজুল ইসলামের মধ্যে চরম বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা মারমুখী অবস্থান থেকে হাতাহাতি পর্যায়ে এগুতে থাকে। চলতে থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ।
পরিস্থিতি খারাপ দেখে ওই সময় দ্রুত কয়েকজন সংসদ সদস্য এসে তাদের শান্ত করার চেষ্টা করেন।
জানা যায়, এরশাদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু বিকেলে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পর প্রেসিডিয়াম থেকে অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা ও তাজুল ইসলামও তাদের পেছনের সারিতে নিজেদের আসনে বসেন। তবে রাঙ্গা ও তাজুলের সঙ্গে এরশাদের কোনো কথা হয়নি। কেউ কারও দিকে তাকানওনি।
মাগরিবের নামাজের বিরতির সময় বিরোধী দলের ১ নম্বর লবিতে বাবলুর সঙ্গে রাঙ্গা-তাজুলের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানে উপস্থিত থাকা জাপার একাধিক নেতার কাছ থেকে জানা যায়, বিরতির সময় এরশাদ ও ব্যারিস্টার আনিস লবিতে ছিলেন না। এ সময় বাবলুকে উদ্দেশ্য করে রাঙ্গা বলেন, ‘আপনি তো এখন অনেক বড় নেতা হয়ে গেছেন, উড়ে এসে জুড়ে বসেছেন। যখন তখন যে কাউকে দল থেকে বের করে দিচ্ছেন, অব্যাহতি দিচ্ছেন। আপনি আমার এলাকার কমিটি ভেঙ্গে দিলেন, এগুলো কেন করছেন?’ জবাবে বাবলু বলেন ‘আমি কিছু জানি না।’ পাল্টা রাঙ্গা বলেন ‘আপনিই তো সবকিছু করছেন।’
এ সময় উত্তেজিত কণ্ঠে বাবলুকে রাঙ্গা গালাগাল করেন বলেও জানা যায়। এমনকি রাঙ্গা চিৎকার করে বলেন, ‘রংপুরে আমি দল চালাই, আমার টাকায় দল চলে, আর সেখানে নাকি আমার ছবি পোড়ানো হচ্ছে! আমিও এরশাদের ১০০ ছবি পোড়াবো।’
রাঙ্গার সমর্থনে তখন উচ্চস্বরে তাজুলও কথা বলেন। বাবলুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি আজ প্রেস কনফারেন্সে আমাকে যুদ্ধাপরাধী বলেছেন। আমি সাতবার এমপি, কেউ কখনও কোনো অভিযোগ করতে পারেনি, আপনি এসব মিথ্যা কথা ছড়াচ্ছেন কেন? বিরোধী দলের উপনেতা হতে না পেরে আপনি এসব করছেন, উপনেতা হতে চাইলে আপনি আমাদেরকে বলতেন, আপনি তো বলেননি।’
তাদের মাঝে হাতাহাতির উপক্রম হলে দলের কয়েকজন সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে এ নিয়ে এরশাদ তার সংসদ ভবন অফিসে ব্যারিস্টার আনিস ও বাবলুসহ কয়েকজনকে নিয়ে কথা বলেন বলে জানা গেছে।
রাঙ্গা ও তাজুলের বিরুদ্ধে এরশাদ এবার আরও কঠিন ব্যবস্থা নিতে পারেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার এক বিশেষ আদেশ বলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম এবং টেকনোক্রাট কোটায় তৈরি স্থানীয় সরকার মন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে বরখাস্ত করেন। তাদের মন্ত্রিসভা থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করেন এরশাদ।
এরশাদ অভিযোগ করেন ওই দুই শীর্ষ নেতা শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তবে সেই অভিযোগ মানতে রাজি নন তাজুল ইসলাম এবং মশিউর রহমান রাঙ্গা। তারা এ বিষয়ে সংসদ অধিবেশনের সময় প্রধানমন্ত্রীর কাছে নালিশও করেছেন।
তারপর থেকেই মিডিয়ায় গুঞ্জন ওঠে ফের ভেঙ্গে যাচ্ছে জাতীয় পার্টি (এরশাদ)। তবে এই পরিস্থিতিতে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এই ঘটনা চক্রে বা পরিস্থিতিতে রওশন এরশাদ একেবারেই নিশ্চুপ রয়েছেন।
শিরোনাম :
সংসদে তাজুল -রাঙ্গা- বাবলুর মারমুখী বিতণ্ডা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৬১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ