অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে থাকলে বিপদের মুখে পড়বে দেশ: সিপিবি

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের ‘ইসলামিক সামরিক জোটে’ বাংলাদেশের যোগদানের সংবাদের প্রতিক্রিয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সিপিবির নেতারা বিবৃতিতে জানান, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কর্তৃক তার দীর্ঘদিন ধরে অনুসৃত জোট-নিরপেক্ষতার নীতি আকস্মিকভাবে পরিবর্তন করে একটি ‘ইসলামিক সামরিক জোটে’ যোগদান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।

এত বড় একটি সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণ অথবা দেশের রাজনৈতিক শক্তিসমূহের সাথে তো দূরের কথা, জাতীয় সংসদেও এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। সবাইকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্ত পত্রিকার মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে মাত্র।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে সৌদি আরবের সরাসরি অবস্থান গ্রহণের বিষয়টিও সকলেরই জানা। একথা মনে করার যথেষ্ট কারণ আছে যে, এই সামরিক জোট গঠন করা হয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে, তার ভূ-রাজনৈতিক ও আধিপত্যবাদী স্বার্থ রক্ষার্থে। আমেরিকা ও সৌদি স্বার্থ রক্ষার্থে সামরিক জোটে শরিক হওয়া বাংলাদেশ সংঘাতে জড়িয়ে পড়ার বিপদের মুখে পতিত হবে।

এসব কথা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার কী কারণে ও কার স্বার্থে সৌদি নেতৃত্বাধীন ‘ইসলামিক সামরিক জোটে’ যোগদানের বিষয়ে সম্মত হয়েছে, দেশবাসী তা জানতে চায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে থাকলে বিপদের মুখে পড়বে দেশ: সিপিবি

আপডেট টাইম : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের জন্য সৌদি আরবের নেতৃত্বে ৩৪ দেশের ‘ইসলামিক সামরিক জোটে’ বাংলাদেশের যোগদানের সংবাদের প্রতিক্রিয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সিপিবির নেতারা বিবৃতিতে জানান, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করছে। ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কর্তৃক তার দীর্ঘদিন ধরে অনুসৃত জোট-নিরপেক্ষতার নীতি আকস্মিকভাবে পরিবর্তন করে একটি ‘ইসলামিক সামরিক জোটে’ যোগদান করার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না।

এত বড় একটি সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণ অথবা দেশের রাজনৈতিক শক্তিসমূহের সাথে তো দূরের কথা, জাতীয় সংসদেও এ বিষয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। সবাইকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্ত পত্রিকার মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছে মাত্র।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে সৌদি আরবের সরাসরি অবস্থান গ্রহণের বিষয়টিও সকলেরই জানা। একথা মনে করার যথেষ্ট কারণ আছে যে, এই সামরিক জোট গঠন করা হয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে, তার ভূ-রাজনৈতিক ও আধিপত্যবাদী স্বার্থ রক্ষার্থে। আমেরিকা ও সৌদি স্বার্থ রক্ষার্থে সামরিক জোটে শরিক হওয়া বাংলাদেশ সংঘাতে জড়িয়ে পড়ার বিপদের মুখে পতিত হবে।

এসব কথা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার কী কারণে ও কার স্বার্থে সৌদি নেতৃত্বাধীন ‘ইসলামিক সামরিক জোটে’ যোগদানের বিষয়ে সম্মত হয়েছে, দেশবাসী তা জানতে চায়।