নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় বুধবার রাতে বিলুপ্ত ছিটমহলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক দল বখাটে হামলা চালিয়েছে। এতে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে যায়। হামলাকারীরা অনুষ্ঠানে উপস্থিত বিলুপ্ত ছিটমহলের নারী ও শিশুদের শ্লীলতাহানী ঘটায়।
বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীর দাপট দেখিয়েছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এর ফলে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা এ ঘটনায় থানায় মামলা করতে পারছেনা। এলাকাবাসী জানায়, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের সন্ত্রাসী মাদক সম্রাট বলে খ্যাত আজম খানের নেতৃত্বে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে ডিমলা থানার পুলিশের একটি দল হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আজ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে ডিমলার চারটি বিলুপ্ত ছিটমহলে বিভিন্ন কর্মসুচী পালন শুরু করা হয়। রাত আটটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উপভোগ করতে সেখানে বিলুপ্ত নারী পুরুষ শিশু এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজন উপস্থিত ছিল।
অনুষ্ঠানে পুরুষ ও নারীদের বসার জন্য পৃথক আসন ছিল। অনুষ্ঠান চলাকালীন রাত ১০টার দিকে গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের সন্ত্রাসী মাদক সম্রাট বলে খ্যাত আজম খানের নেতৃত্বে ১৫/২০জন বখাটে ছেলে অনুষ্ঠানে নারীদের আসনে গিয়ে উঠতি বয়সের মেয়েদের টিজ করছিল। অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকরা এতে বাধা দিতে গেলে তারা হামলা শুরু করে এবং নারী ও শিশুদের শ্লীলতাহানী ঘটনায়।
এলাকাবাসী আরো জানায়, এ ঘটনার আগে উক্ত আজম খানের বিরুদ্ধে ডিমলা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। সে একটি স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে তিস্তার বাধে ছাত্রীটিকে বিবস্ত্র করে মোবাইলে ধারন করেছিল। এরপর ওই ছাত্রীটির পিতার কাছে মোটা অংকের টাকা দাবী করে না পেয়ে ওই ছাত্রীটির ছবি ইন্টারনেটে প্রকাশ করে। এ ঘটনায় ডিমলা থানায় মামলা হয়। মামলায় আজম খান আটক হয় এবং ২০ দিন জেলা কারাগারে আটক থাকার পর জামিনে রয়েছে। অপর আরেকটি ঘটনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বখাটে আজম ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীটির আর্তচিৎকারে এলাকার লোকজন এসে ছাত্রীটিকে উদ্ধার করে। এ ব্যাপারে উক্ত ছাত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও একটি প্রভাবশালীর কারনে মামলাটি থানায় নথিভুক্ত হয়নি। আজম খান রাজনৈতিক পরিচয় নিয়ে ভারত থেকে মাদকদ্রব্য এতে বাজারে বিক্রি করে। আজমের বিরুদ্ধে ভারতীয় চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগ রয়েছে। এদিকে বিলুপ্ত ছিটমহলে আজম খানের ঘটনায় গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন সাংবাদিকদের জানান, গন্ডগোলের বিষয়টি সমাধান করা হয়েছে।