রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ¦লসহ ১১ জনের বিরুদ্ধে গত ৩০ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক।
তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পুলিশের সময় লাগলো ১৬দিন। এর আগে মিডিয়াকর্মীরা নগর পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টি অস্বীকার করে আসছিলো পুলিশ।
আজ বৃহস্পতিবার অভিযোগপত্রের একটি কপি মিডিয়াকর্মীদের হাতে চলে আসে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক গণমাধ্যমকর্মীদের কাছে তা স্বীকার করেন।
তিনি দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আখতার রেশমার সঙ্গে শিক্ষক শফিউল ইসলামের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড। তদন্তে হত্যা কারার পর আনসার আল ইসলাম বাংলাদেশ ২ এর পরিচয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের সঙ্গে এ হত্যাকাণ্ডের ঘটনার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। দীর্ঘ এক বছর তদন্ত শেষে চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, অভিযোগপত্রের ১১ আসামি হলেন; জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ¦ল, আবদুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম, সবুজ, আল মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমা। এদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ আনোয়ার হোসেন উজ্জ¦ল।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন। ঘটনার ৫ ঘণ্টার মাথায় ফেসবুকে আনসার আল ইসলাম বাংলাদেশ ২ নামে একটি সংগঠনের পক্ষ থেকে হত্যার ‘দায় স্বীকার’ করে স্ট্যাটাস দেয়া হয়। পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২৩ নভেম্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টুসহ ছয়জনকে আটক করে র্যাব। পরে পিন্টুর স্ত্রী নাসরিন আখতার রেশমাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রেশমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে যুবদল নেতা আনোয়ার হোসেন উজ্জ¦ল এখনো পলাতক রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান