সকাল বেলাই পুলিশের কাছে ফোন। ‘দুঃসাহসিক’ চুরি! খোয়া গেছে দুটি মহাবস্তু। ঘটনাস্থল ভারতের রাজধানী নয়াদিলি্লর তুঘলক রোডে। রাজ্যসভার জেডিইউ এমপি মহেন্দ্র প্রসাদের বাংলোর কাঁঠাল গাছ থেকে শুক্রবার চুরি গেছে কাঁঠাল। এত বড় অপরাধ করে কি পার পেতে পারে চোর? তাই তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে হাতের ছাপ সংগ্রহের কাজ।
কাঁঠাল চোর ধরতে তৈরি হয়েছে ১০ পুলিশের বিশেষ দল। যারা ইতোমধ্যে এমপিদের বাংলোর বাগান তন্নতন্ন করে চষে ফেলেছেন। তবে পানি-কাদায় ছয় ইঞ্চির পায়ের ছাপ ছাড়া আর কিছুই পাননি। তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে বাংলোর নিরাপত্তা রক্ষীদের।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন চুরি গেছে মোটে দুটি কাঁঠাল। তবে কাঁঠাল বলে পুলিশের কাজের গুরুত্ব কমেনি। কারণ, এ তো আর যে সে বাড়ির কাঁঠাল নয়!
সমালোচকরা বলছেন, যে দেশে ধর্ষণ বা আরো বড় রকমের অপরাধেও পুলিশকে সব সময় এত সক্রিয় হতে দেখা যায় না, সে দেশে এমপির বাংলো থেকে কাঁঠাল খোয়া গেলে গঠন হয় বিশেষ তদন্ত দল! এ খবর দিয়ে ভারতে হৈ চৈ তৈরি করেছিল নিউজ ডেইলি ও এবিপি নিউজ।
আর যাই কোথায় ঐ ঘটনার আদলে কাঁঠাল চোর ধরতে সুন্দরী মহিলার ঘরে পুলিশ ঢুকিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান