অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী চাটখিলে ত্রাস চালাচ্ছে: খোকন

ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী চাটখিল পৌরসভা এলাকায় ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিতে আসেন তিনি। সিইসি দফতরে না থাকায় নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন মাহবুব উদ্দিন খোকন। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপরোক্ত মন্তব্য করেন।

খোকন বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকেই চাটখিলে বিএনপির মনোনীত মেয়র পার্থীকে প্রার্থীতা প্রত্যাহারে হুমকি দিয়ে আসেছিল প্রতিপক্ষ। তিনি অভিযোগ করে বলেন, গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সরকার দলীয় অস্ত্রধারীরা বিএনপির প্রার্থীর বাড়ি ঘেরাও করে চাপ প্রয়োগের মাধ্যমে স্বাক্ষর নেয়।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন, নির্বাচন কমিশনের মেয়াদ এখন শেষের দিকে। এ কমিশন যত নির্বাচন পরিচালনা করেছে তার সবগুলো নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। আমরা আশা করি কমিশন শেষ পর্যায়ে এসে পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে অতীতের কলঙ্ক কিছুটা হলেও ঘোচাবে।

চাটখিল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামালের প্রার্থীতা বৈধ ঘোষণারও দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী চাটখিলে ত্রাস চালাচ্ছে: খোকন

আপডেট টাইম : ০৩:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫

ঢাকা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী চাটখিল পৌরসভা এলাকায় ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিতে আসেন তিনি। সিইসি দফতরে না থাকায় নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন মাহবুব উদ্দিন খোকন। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপরোক্ত মন্তব্য করেন।

খোকন বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকেই চাটখিলে বিএনপির মনোনীত মেয়র পার্থীকে প্রার্থীতা প্রত্যাহারে হুমকি দিয়ে আসেছিল প্রতিপক্ষ। তিনি অভিযোগ করে বলেন, গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সরকার দলীয় অস্ত্রধারীরা বিএনপির প্রার্থীর বাড়ি ঘেরাও করে চাপ প্রয়োগের মাধ্যমে স্বাক্ষর নেয়।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন, নির্বাচন কমিশনের মেয়াদ এখন শেষের দিকে। এ কমিশন যত নির্বাচন পরিচালনা করেছে তার সবগুলো নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। আমরা আশা করি কমিশন শেষ পর্যায়ে এসে পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে অতীতের কলঙ্ক কিছুটা হলেও ঘোচাবে।

চাটখিল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মোস্তফা কামালের প্রার্থীতা বৈধ ঘোষণারও দাবি জানান তিনি।