অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

এবার তাজুল হুমকি দিলেন এরশাদকে

বাংলার খবর২৪.কম:500x350_1f34f6819c6b4838fd4ec2b989cb85c4_Untitled-1 জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দলের প্রেসিডিয়াম থেকে অব্যাহতি পাওয়া তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, “বেশি বাড়াবাড়ি করবেন না।” একইসঙ্গে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে তাকে সরানোর ক্ষমতা এরশাদের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রওশন এরশাদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তাজুল।

বুধবার বিরোধীদলীয় চিফ হুইফ তাজুল ইসলাম চৌধুরী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেন এরশাদ।

তাজুল ইসলাম বর্তমানে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ। এ পদ থেকে তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল বলেন, “আমি সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত চিফ হুইপ। এরশাদের কোনো ক্ষমতা নেই আমাকে এ পদ থেকে সরানোর।”

তিনি বলেন, “এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারার নামে স্বৈরাচারী কায়দায় দল চালান। তার এই একনায়কতন্ত্র বেশিদিন চলবে না। রওশন এরশাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। তিনি যা বলবেন মেনে নেব।”

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ সময় তিনি বলেন, “সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচনের এখতিয়ার দলের চেয়ারম্যানের। গঠনতন্ত্র অনুযায়ী দলীয় চেয়ারম্যান এ বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী।”

তাজুল ও রাঙার অব্যাহতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাবলু বলেন, “শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের শাস্তি দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ করে কেউ জাতীয় পার্টিতে থাকতে পারবে না।”

দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সংসদের নেতা। সে হিসেবে তিনি বিরোধীদলেরও নেতা। এ কারণে তার কাছে গিয়েছিলাম।” এছাড়া জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

এবার তাজুল হুমকি দিলেন এরশাদকে

আপডেট টাইম : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম:500x350_1f34f6819c6b4838fd4ec2b989cb85c4_Untitled-1 জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দলের প্রেসিডিয়াম থেকে অব্যাহতি পাওয়া তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, “বেশি বাড়াবাড়ি করবেন না।” একইসঙ্গে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকে তাকে সরানোর ক্ষমতা এরশাদের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রওশন এরশাদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তাজুল।

বুধবার বিরোধীদলীয় চিফ হুইফ তাজুল ইসলাম চৌধুরী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেন এরশাদ।

তাজুল ইসলাম বর্তমানে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ। এ পদ থেকে তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল বলেন, “আমি সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত চিফ হুইপ। এরশাদের কোনো ক্ষমতা নেই আমাকে এ পদ থেকে সরানোর।”

তিনি বলেন, “এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারার নামে স্বৈরাচারী কায়দায় দল চালান। তার এই একনায়কতন্ত্র বেশিদিন চলবে না। রওশন এরশাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। তিনি যা বলবেন মেনে নেব।”

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এ সময় তিনি বলেন, “সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচনের এখতিয়ার দলের চেয়ারম্যানের। গঠনতন্ত্র অনুযায়ী দলীয় চেয়ারম্যান এ বিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী।”

তাজুল ও রাঙার অব্যাহতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বাবলু বলেন, “শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের শাস্তি দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ করে কেউ জাতীয় পার্টিতে থাকতে পারবে না।”

দলের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সংসদের নেতা। সে হিসেবে তিনি বিরোধীদলেরও নেতা। এ কারণে তার কাছে গিয়েছিলাম।” এছাড়া জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।