চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় বাউল উৎসবের প্রধান আয়োজক জাকারিয়া হোসেন ওরফে জাকির খুনের ঘটনায় দুজনকে এলাকাবাসি পুলিশে সোপর্দ করেছেন। সোমবার সকালে এলাকাবাসী তাঁদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, আনারুল হক ওরফে টেংরা (২৫) ও বাদল হোসেনের ছেলে রানা (৩০)।
গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় বাউল উৎসব চলাকালে উৎসবস্থলের কাছেই অনুষ্ঠানের প্রধান আয়োজক জাকারিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়। রোববার মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি মুক্তার হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, পুলিশে সোপর্দ করা দুজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান