ডেস্ক: বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় দু’টি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
সেনা সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার (বাংলাদেশ সময় বেলা ১২টা) দিকে বুজুম্বুরার উত্তরে এনগাগারা ঘাঁটি ও দক্ষিণে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে হামলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা সূত্র একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, সশস্ত্র দুই দল দুর্বৃত্ত একই সময় দুই সেনা ব্যারাকে হামলা চালায়। দুই ঘণ্টা ধরে সংঘাত চলার পর দক্ষিণের সেনা প্রশিক্ষণ কেন্দ্রটি নিয়ন্ত্রণে নিতে পেরেছে সেনাবাহিনী।
অপরদিকে এনগাগারা ঘাঁটিতেও হামলাকারীদের সবাই নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কতোজন হতাহত হয়েছেন ও কারা এ হামলা চালিয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেনি বুরুন্ডি কর্তৃপক্ষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান