ডেস্ক: ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি রোধে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সর্তক এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করছে। লোকসভায় এ কথা জানিয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্র মন্ত্রী কিরন রিজ্জু।
তিনি বলেছেন, ভারতে সংগঠন বিস্তারে আইসিস জঙ্গি গোষ্ঠীর চেষ্টা রুখে দিতে সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং ধারাবাহিকভাবে তা কার্যকর করা হবে। শিক্ষা সংস্কৃতি ও কর্মক্ষেত্রের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন। একইসঙ্গে রাষ্ট্রমন্ত্রী এক লিখিত প্রশ্নের জবাবে বলেছেন, সোস্যাল মিডিয়া কে আইসিস ব্যবহার করে যুবক যুবতীদের সংগঠনে নেয়ার চেষ্টা চালাচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান