
বাংলার খবর২৪.কম: রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় লেগুনার ধাক্কায় মারা যান অজ্ঞাত পরিচয় এক যুবক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সারুলিয়ার রাণীমহল সিনেমা হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার এসআই আবুল কালাম জানান, নিহত ব্যক্তির বয়স প্রায় ৩০-৩২ হবে। সকালে একটি লেগুনা ধাক্কায় ওই যুবক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মারা যান। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি ।