বাংলার খবর২৪.কম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে আটক বিচারপতির মেয়ের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মো. আক্কাস আলী বাদী হয়ে বংশাল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৪। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৮/৯/(খ)/১৩ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলায় বলা হয়েছে- পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিচারপতি এএনএম বশির উল্লাহর মেয়ে সানজিদা বিনতে বশিরের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি ইউনিএইড কোচিং সেন্টারের সহায়তায় ৩ লাখ টাকার চুক্তিতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে এই জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।
মামলার এজাহারে দেখা গেছে, মামলা করা হলেও বিচারপতির স্থায়ী এবং বর্তমান ঠিকানা উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, ঠিকানা না পাওয়ার কারণে ঠিকানা ছাড়াই মামলা করা হয়েছে।
এই মামলা কতটুকু কার্যকর হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের সদিচ্ছা থাকলেই মামলা কার্যকর হবে। আমরা আমাদের কাজ করেছি; মামলা করেছি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান