বাংলার খবর২৪.কম: সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারণ ক্ষমতা (অভিশংসন আইন) সংসদের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ঢাকা মহানগর ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এ প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ঢাকা মহানগর ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই ইস্যুতে বুধবার সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করেছে জোটটি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শর্ত সাপেক্ষে প্রতিবাদ সমাবেশের অনুমতি দিয়েছে । সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে প্রেসক্লাব পর্যন্ত ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। এছাড়া রুপসী বাংলা হোটেল, কাকরাইল, বিজয় নগর প্রতিটি মোড়েই নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।